মায়াবতীও প্রার্থী দিচ্ছেন বাংলায়


আগামী বিধানসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজ পার্টিও প্রার্থী দেবে পশ্চিমবঙ্গে। এর আগেও বিভিন্ন নির্বাচনে তিনি বিভিন্ন রাজ্যে প্রার্থী দিয়েছেন এবং কারণ হিসাবে দর্শিয়েছিলেন যে সর্বভারতীয় দল হিসাবে শিলমোহর পেতে গেলে ভারতের বিভিন্ন প্রান্তে প্রার্থী দেওয়া দরকার। এবারে কিন্তু ফ্যাক্টর হওয়ার জন্য প্রার্থী দিচ্ছেন বলে জানা যায়। এখন প্রশ্ন হচ্ছে তাঁর দল কি একই লড়বে ? বিগত বিহার নির্বাচনে কিন্তু দেখা গিয়েছিল তাঁর দল মিমের সাথে হাত মিলিয়ে লড়েছিল। বিহারে প্রাথী দেওয়াতে আখেরে ক্ষতি হয়েছিল লালুপ্রসাদের দলেরই। দলিত ভোট কেটে নিয়েছিল বিএসপি। সেখানে বাংলায় ভোট কাটবে কার ? জানা যাচ্ছে এখানেও মিমের সাথে জোট হওয়ার সম্ভাবনাই বেশি।

শুক্রবার মায়াবতী ৬৫ বছরে পড়লেন। আজকের রাজনীতিতে "মোস্ট আনপ্রেডিক্টেবল" রাজনৈতিক চরিত্র উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বিগত বেশ কয়েক মাস মায়াবতী যেকটি রাজ্যে প্রার্থী দিয়েছেন সর্বত্রই সুবিধা পেয়েছে বিজেপি। দেখার বিষয় পশ্চিমবঙ্গের দলিত ভোট কেটে কার হাত শক্ত করতে পারে তাঁর দল।           


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.