এবার লোকাল ট্রেনের যাত্রীদের মনোরঞ্জনের জন্য লোকাল ট্রেনের কামরায় বাজবে গান। পাশাপাশি লোকাল ট্রেনের গায়ে পড়ছে নতুন রঙের প্রলেপ। তবে এখন এটা শুধুমাত্র হাওড়া ডিভিশনের জন্যই চালু করতে চায় পূর্ব রেল। পরে জনপ্রিয় হলে অন্যান্য ডিভিশনেও চালু করা হবে যাত্রী মনোরঞ্জনের এই ব্যবস্থা। উল্লেখ্য, বর্তমানে লোকাল ট্রেনের খোলনলচে বদলে কামরার ভিতর বসানো হয়েছে মিউজিক সিস্টেম। সেখানে ট্রেনের পরবর্তী স্টেশনের ঘোষণার পাশাপাশি করোনা সচেতনাতার প্রচারও চালানো হচ্ছে। এবার থেকে কয়েকটি আধুনিক কোচে জনপ্রিয় গানও বাজানো হবে গন্তব্য ঘোষণার ফাঁকে ফাঁকে।
রেল সূত্রে খবর, আপাতত আটটি রেকে এই ব্যবস্থা চালু হবে। কয়েকদিন পর কর্তৃপক্ষ যাত্রীদের মতামত নেবে। যদি এই ব্যবস্থা জনপ্রিয় হয় তবে অন্যান্য রেকেও তা চালু করা হবে। হাওড়ার ডিআরএম জানিয়েছেন, দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ ছিল, তাই অনেক রেকই তার জৌলুষ হারিয়েছে। এবার একসঙ্গে লোকাল ট্রেনের ৬০টি রেক একসঙ্গেই রঙ করা হচ্ছে। তিনি আরও জানান, অতিমারির জন্য এখন লোকাল ট্রেনের সব রেক রোজই দুবার করে পরিষ্কার করে স্যানিটাইজ করা হচ্ছে। আর লোকাল ট্রেনের কামরায় গান বাজানো নিয়ে তিনি জানান, অতিমারির আতঙ্কের মাঝেও জীবিকার তাগিদে সাধারণ মানুষ ট্রেনে চড়ছেন, তাঁদের একটু মনোরঞ্জন করতেই গান বাজানোর সিদ্ধান্ত। হাওড়া ডিভিশনের রেল কর্তাদের কথায়, এখন হাওড়া কারশেডেই লোকাল ট্রেনের রঙ করার কাজ হচ্ছে, রেকগুলি কাঁচড়াপাড়া ওয়ার্কশপে পাঠানোর দরকার পড়ছে না।
Post a Comment
Thank You for your important feedback