পন্ডিতের শবযাত্রায় সম্প্রীতির ছবি


স্বামী বিবেকানন্দ বলতেন, সবার উপর মানব ধর্ম, তা জাতপাত হিন্দু মুসলিম মানে না, এমনিই এক মহান উদাহরণ দেখা গেল কাশ্মীরে। এক ব্রাহ্মণ পণ্ডিত, নাম ভাস্কর, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগে সম্প্রতি মৃত্যু হল তাঁর। এবারে সমস্যা হলো তার শবযাত্রা নিয়ে। বরফে ঢেকে রয়েছে সমস্ত কাশ্মীর। তুষারপাত হচ্ছে, তাপমান ক্রমাগতই নিম্নমুখী। প্রয়াত ভাস্কর পন্ডিতের শবযাত্রা আটকে গেল শ্রীনগরের অদূরে। হাঁটু সমান বরফ, গাড়ি আর এগোতে পারছিল না। অসহায় পণ্ডিত পরিবার চারিদিকে যখন সাহায্যের জন্য অবদান করছে তখনই তাদের পাশে এসে দাঁড়ালেন স্থানীয় মুসলিম অধিবাসীরা। তাঁরাই শবদেহের দায়িত্ব নিলেন।

পণ্ডিতের বাড়ি থেকে শ্মশানঘাট প্রায় ১১ কিলোমিটার। সমস্ত রাস্তা বরফেই ঢাকা। তার মধ্যে ওই মুসলিম পরিবারের লোকজন শবদেহ নিয়ে শ্মশানঘাটে নিয়ে দাহর ব্যবস্থা করেন। কাশ্মীরের সোপিয়ান জেলার এই ঘটনা কে কুর্নিশ জানিয়েছে দেশের নেট নাগরিকরা।       


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post