ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ কর্মরতা নার্স

ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া আছে নাকি এই নিয়ে বিস্তর প্রশ্ন ছিল। এমনটিই হল এক কর্মরতা নার্সের। মগরাহাট ব্লক হাসপাতালে কর্মরতা নার্স রুনা লায়লা শনিবার দুপুর ১ টার সময়ে ভ্যাকসিন টিকা নেন। সারাদিন তারপর ভালোই ছিলেন কিন্তু রাত ১২ টার পর অসুস্থ হয়ে পড়েন লায়লা। গা হাত পা ব্যাথা, শরীর অস্থির এবং মাথা ঘুরতে থাকে। তাঁকে মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর শরীরে র‌্যাশ দেখা যায়। রবিবার ভোরে তাঁকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে। আপাতত সুস্থ রয়েছেন রুনা।

তাঁর স্বামী জানিয়েছেন, রুনার অ্যালার্জির সমস্যা রয়েছে। ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসক ড. শান্তনু ত্রিপাঠি জানান, এই ধরনের সমস্যা ভ্যাকসিন নেওয়ার পর অনেক সময়ে হয়ে থাকে বিশেষ করে যাদের ড্র্যাগ এলার্জি আছে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, হাজারে ১ জনের এই সমস্যা হয়ে থাকে, এটা নিয়ে ভয়ের কিছু নেই।              

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.