দ্য গার্ল অন দ্য ট্রেন-এর রিমেক দিয়েই ওয়েব দুনিয়ায় পরিণীতি

২০১৯-এ 'জবড়িয়া জোদি'-তে শেষ জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। দীর্ঘ একবছর পর পর্দায় ফিরছেন পরিণীতি চোপড়া। তবে বড় পর্দায় নয়, পরিচালক ঋভু দাশগুপ্তের ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-সিনেমা দিয়েই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমাটির টিজার। চাকরি হারানো এক ডিভোর্সি মহিলার চরিত্রে অভিনয় করছেন পরিণীতি। ওই চরিত্রটিকে লন্ডনের বুকে একটি রহস্য সমাধানের চেষ্টা করতে দেখা যাবে। এই প্রথম একদম অন্য অবতারে তাঁকে দেখতে পাবেন দর্শকরা। আগামী ২৬ জানুয়ারি Netflix- এ মুক্তি পাবে এই সিনেমাটি।  

ব্রিটিশ লেখক পলা হকিন্সের বেস্টসেলার উপন্যাস 'দ্য গার্ল অন দ্য ট্রেন' উপর ভিত্তি করেই লেখা হয়েছে সিনেমার চিত্রনাট্য। সদ্য চাকরি হারানো এক  ডিভোর্সি মহিলা হঠাৎই আরেক মহিলার নিরুদ্দেশ হওয়ার রহস্য সমাধানে জড়িয়ে পড়েন। সেই নিয়েই এগোয় গল্প। এর আগে ২০১৬ সালে হলিউড পরিচালক টেট টেলর এই উপন্যাসকে নিয়েই একটি সিনেমা বানিয়েছিলেন। সেটিরই অফিশিয়াল হিন্দি রিমেক ঋভু দাশগুপ্তের ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। সিনেমায় পরিণীতি ছাড়াও অভিনয় করছেন অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারি, টোটা রায়চৌধুরী, অবিনাশ তিওয়ারি। ২০২০ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির, তবে করোনার কারণে পিছিয়ে যায় মুক্তির তারিখ।      

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post