রাষ্ট্রপতির ভাষণ বয়কটের মধ্যেই আজ শুরু সংসদের বাজেট অধিবেশন

শুক্রবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা হবে। ১৯টি বিরোধী দল জানিয়ে দিয়েছে, তারা এই ভাষণ বয়কট করবে। কৃষক আন্দোলনের সমর্থনে তাদের এই সিদ্ধান্ত। বিরোধীদের মধ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, শিবসেনা, ন্যাশনাল কনফারেন্স, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, এমডিএমকে, পিডিপি, এআইইউডিএফ, এনসিপি ও বাম দলগুলি। তার যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের প্রতি সরকারের উদ্ধত, অমানবিক ও অগণতান্ত্রিক আচরণে তারা হতবাক। আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি ও শিরোমনি আকালি দল আলাদাভাবে ভাষণ বয়কটের কথা জানিয়েছে। 

এই বয়কটে নেই ওয়াইএসআর কংগ্রেস বিজু জনতা দল। বয়কটকারী বিরোধী দলগুলির দাবি, কৃষক আন্দোলন বানচাল করতে কেন্দ্রের চক্রান্ত উদঘাটনের জন্য বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত। সংসদয়ী মন্ত্রী প্রহ্লাদ যোশি বয়কট না করে অধিবেশনে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। সরকার সবকিছু নিয়ে আলোচনায় প্রস্তুত। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post