পিএম কিষাণনিধির ১,৩৬৪ কোটি টাকা গিয়েছে অযোগ্যদের হাতে

পিএম কিষাণ সম্মাননিধির টাকা পেয়েছেন ২০ লাখ ৪৮ হাজার এমন সুবিধাভোগী যারা ওই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্যই নয়। এভাবেই গতবছরের ৩১ জুলাই পর্যন্ত চলে গিয়েছে কেন্দ্রের ১,৩৬৪ কোটি টাকা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের কাছে আরটিআইয়ের জবাবে সরকারে থেকেই মিলেছে এমনই তথ্য। অযোগ্যদের বেশিরভাগই গুজরাতে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব ও অসমের বাসিন্দা। 

২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চালু হয়েছিল। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বছরে তিনটি কিস্তিতে ৬ হাজার টাকা করে দেওয়ার কথা এই প্রকল্পে। ২ হেক্টর পর্যন্ত যাদের জমি রয়েছে, তারাই এই টাকা পেতে পারেন। আরটিআইয়ের জবাবে কৃষিমন্ত্রক জানিয়েছে, প্রকল্পের যোগ্য নন এমন একদল কৃষক এবং আয়করদাতা কৃষকরা এই অযোগ্যদের তালিকায় রয়েছে। অযোগ্যদের ৫৫ শতাংশই আয়কর দেয়। সরকারের পক্ষ থেকে এই টাকা উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.