নেতাজিভবন, ন্যাশনাল লাইব্রেরি ঘুরে মোদি ভিক্টোরিয়া মেমোরিয়ালে

শনিবার দুপুরে অসম থেকে কলকাতায় এসে পৌছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেসকোর্সে হেলিকপ্টারে নামার পর তিনি প্রথমে যান এলগিন রোডে নেতাজির বাসভবনে। মোদীর সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, চন্দ্র বসু। বাড়ির ভিতরে ছিলেন নেতাজির ভ্রাতুষ্পুত্র সুগত বসু ও সুমন্ত বসু। গোড়ায় মোদির এই কর্মসূচি জানা ছিল না। পরে জানা যায়। তিনি নেতাজি সংগ্রহশালা ঘুরে দেখেন।
এরপরই যান আলিপুরে ন্যাশনাল লাইব্রেরিতে। সেখানে তিনি রাজ্যপালকে সঙ্গে নিয়ে ন্যাশনাল লাইব্রেরির নেতাজির নামাঙ্কিত একটি গ্যালারি ঘুরে দেখেন মোদি। এরপর নেতাজির জীবন ও আদর্শ নিয়ে সেমিনারে অংশ নেন তিনি। এরপরই তিনি রওনা হন ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকার পর একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিজেপির নেতারা সেই বৈঠকে অংশ নেবেন।  তার মধ্যে উল্লেখযোগ্য হলেন শুভেন্দু অধিকারী।  যেহেতু বিধানসভা নির্বাচনের পূর্বে নন্দীগ্রাম অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছে, তাই সেই বৈঠক ও রাজ্য রাজনীতির অধ্যায় অন্যতম হতে পারে। রাজ্য বিজেপির ৮ জন প্রতিনিধি ছিলেন বৈঠকে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post