নতুন ছবিতে অমিতাভ রিয়া

বিতর্কিত নায়িকা রিয়া চক্রবর্তী,প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বান্ধবী এবং সুশান্তের মৃত্যুর পর তদন্তে রিয়ার জেলযাত্রা, এই নিয়েও একটা সিনেমা হয়ে যায়। এখন ফের খবরে রিয়া, সম্প্রতি নানান ঘটনায় তাঁর নাম জড়িয়ে যাওয়ায় তাঁর বাজারদর বেড়ে গিয়েছে। প্রযোজকদের লাইন পড়ে গিয়েছে তাঁর বাড়ির সামনে। অনেক অফারের মধ্যে এ মুহূর্তে যে ছবি পেজ থ্রির শিরোনামে তা হচ্ছে রুমি জাফরির ছবি "চেহরে", যেখানে রিয়ার বিপরীতে আছেন বিগ বি অমিতাভ বচ্চন। এছাড়া রোমান্টিক নায়কের চরিত্রে ইমরান হাসমি। 

অমিতাভের সাথে কাজ পাওয়ায় রিয়া দারুণ খুশি। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, যতটা বদনাম হওয়ার তা তো হয়েইছে। কিন্তু বলিউডের শাহেনশার সাথে কাজ করলে দর্শক অন্তত তাঁর প্রতিভাটি বুঝবে। পাশাপাশি এখনো সুশান্ত এবং ড্রাগ মামলায় নিয়মিত এনসিবি দফতরে হাজিরা দিতেও হচ্ছে। প্রসঙ্গত ড্রাগ মামলায় রিয়া চক্রবর্তীকে ২৮ দিন বাইকলা জেলে বন্দিজীবন কাটাতে হয়েছে, শেষে জামিন পেলেও নিয়মিত পুলিশ দাফতরে যেতে হচ্ছে তাঁকে। অন্যদিকে তাঁর নতুন ছবিতে অমিতাভের বিপরীতে কাজ পাওয়ার জন্য বলিউডের অধিকাংশ সেলেবরা অভিনন্দন জানিয়েছেন।             

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.