ফের অন্ডালে শ্যুটআউট, আহত ১

ফের শ্যুটআউট খনি অঞ্চলে। বুধবার রাতে সবার সামনেই এক ইসিএল কর্মীকে গুলি করে দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। ওই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালের হরিশপুর গ্রামে। এদিকে এলাকায় পরপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বাসিন্দারা। যদিও কী কারণে এই গুলি, সেটা এখনও স্পষ্ট নয়। সে বিষয়ে তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।   

স্থানীয় সূত্রে জানা যায়, আহত ব্যক্তির নাম রঞ্জিত বাউড়ি (৪২)। বুধবার রাত পৌনে নটা নাগাদ অন্ডালের হরিশপুর প্রাইমারি স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন তিনি। অভিযোগ, সেই সময় দুইজন দুষ্কৃতী বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। একটি গুলি রঞ্জিত বাউড়ির পিঠে লাগে। ঘটনার আকস্মিকতায় প্রথমে ঘাবড়ে যান আশেপাশের লোকজন। এরপরই গুলির আওয়াজে আরও বেশ কয়েকজন বাসিন্দা জড়ো হলে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় ইসিএল হাসপাতালে নিয়ে যাওয়া হয় রঞ্জিতকে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশ তাঁকে দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা মুখে কালো কাপড় বেঁধে এসেছিল।এদিকে দিন কয়েক আগেই প্রকাশ্যে এক তৃণমূল কর্মীকে গুলি করার  ঘটনা ঘটেছিল অন্ডালে। এদিনের ঘটনা নিয়ে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে তিনটি শ্যুটআউট ঘটল অন্ডাল থানা এলাকায়। স্বাভাবিকভাবেই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাসিন্দাদের দাবি, এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। এরপরেও পুলিশের তেমন কোনও ভূমিকা নেয়নি।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post