কৃষক সুরক্ষা মিছিল করে তৃণমূলের দিকে ফের তোপ দাগলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি বলেন, "দীর্ঘদিন ধরে আমি দেখেছি, মন্ত্রী, নেতারা হচ্ছেন ল্যাম্পপোস্ট আর একটাই পোস্ট। তিনি যা বলবেন সারাদিন সেটাই সবাইকে মেনে চলতে হবে। কিন্তু আমার মেরুদণ্ড সোজা, আমি এটা মেনে নিতে পারব। তাই তৃণমূল যখন কোম্পানি হয়ে গেল তখন আমি আর থাকতে পারলাম না। আমি তখন পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপির খাতায় নাম লেখালাম। আর অমিত শাহ মেদিনীপুরে এসে আমাকে গ্রহণ করলেন, এটা সবথেকে বড় প্রাপ্তি।"
এরই পাশাপাশি শুভেন্দু আবার তৃণমূলকে লকডাউনে চালচুরি, ত্রিপুল চুরিতে অভিযুক্ত করেন। বলেন, করোনার টিকা চোর। এখন আবার নেত্রী পাশকুড়ায় গিয়ে বিজেপির স্লোগান চুরি করেছেন। আমি বলেছিলাম লাল চুল কানে দুল তার নাম যুবা তৃণমূল। উনি শেষ নন্দীগ্রামে এসেছিলেন ২০১৫ সালে। প্রথমে বললেন নন্দীগ্রামে দাঁড়াবেন, পরে বললেন ভাবছি। দুটো জায়গা কেন দাঁড়াচ্ছেন আপনি, আমি তো বলেছিলাম আপনাকে একটা জায়গায় দাঁড়াতে হবে, সেটা নন্দীগ্রামে। আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নেওয়ার জন্য। এবারের নির্বাচনে সিআরপিএফ আসবে।
Post a Comment
Thank You for your important feedback