দোলেই কি মুক্তি পাচ্ছে সূর্যবংশী? রণবীরের '83' নিয়েও ভাবনা

 


২০২১-এর দোলে মুক্তি পেতে পারে অক্ষয়কুমার-রণবীর সিংহ-অজয় দেবগণ অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা সূর্যবংশী। রিলায়্যান্স এনটারটেনমেন্টের কর্ণধার শিবাশিস সরকার জানিয়েছেন,  টেনেন্ট, ওয়ান্ডার উওম্যান ১৯৮৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে। করোনা পর দর্শক ফের কম হলেও কিছুটা হলমুখী হয়েছেন। এটা ইতিবাচক লক্ষণ। এই ভরসাতেই দোলের সময় সূর্যবংশী বা ‘83'র মধ্যে যে কোনও একটি মুক্তি পাবে।'

উল্লেখ্য, গতবছর মার্চেই মুক্তি পাওয়ার কথা ছিল মাল্টিস্টারার সূর্যবংশী এবং পরপরই মুক্তি পেত রণবীর সিংয়ের ‘83' সিনেমা। এই পরিস্থিতে নতুন বছরের মার্চে ‘সূর্যবংশী’ এবং এপ্রিলে ‘83’ হলে দেখতে পেতে পারেন সিনেমাপ্রেমীরা। রোহিত শেট্টি ও কবীর খান এই  দুই নামী পরিচালকের বিগ বাজেটের সিনেমা দিয়েই লাভের মুখ দেখতে চাইছেন প্রযোজকরা।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.