হাসিনার অবদান

শেখ মুজিবরের শতবর্ষ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনদরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন। তিনি প্রায় ৭০ হাজার মানুষকে দিলেন পাকা ঘর, যা তাদের নামেই রেজিস্ট্রি করা হচ্ছে। হাসিনা জানান, তাঁদের দেশে এই ভয়ঙ্কর সময়ে অনেকেরই মাথা গোঁজার ঠাঁই নেই, নেই দুবেলার খাবারের ব্যবস্থা। এই করোনা আবহে ওই দেশের মানুষের সাহায্যের জন্য তিনি এই সময়টাই বেছে নিলেন।

৬৯,৯০৪ জন ভূমিহীন বাস্তুহীন মানুষের কাছে এল মাথা গোঁজার ঠাঁই। হাসিনা জানান, তার প্রয়াত পিতার একটাই স্বপ্ন ছিল, পেটের খাদ্য ও মাথার উপর ছাউনি। হাসিনা বলেন যে, এই বছরটি বহু শহিদের আত্মত্যাগের ৫০ বছরের বর্ষপূর্তি। অবশ্য একটি ব্যাপারে এ দেশের অনেক শহিদ পরিবারের (যাঁরা ওই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন) অভিমান রয়েছে। তাঁদের বক্তব্য, ৫০ বছর বাদেও হাসিনার কি ভারতের শহীদের কথা মনে পড়ল না?   

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post