আজকের ওয়াল চেতেশ্বর

যুগে যুগে ভারতীয় ক্রিকেটে যে কোনও বোলিংয়ের বিরুদ্ধে ' পাঁচিল' হয়ে একটা দিক ধরে ব্যাট করার খেলোয়াড় এসেছেন। ৬০ এর দশকে বাপু নাদকার্নি, ৭০/৮০ তে মহিন্দার অমরনাথ, এরপর রবি শাস্ত্রী। কিন্তু তারপর ক্রিকেটের পরিভাষাকে বদলে দেন রাহুল দ্রাবিড়। চেতেশ্বর পূজারাকে দ্রাবিড়ের উত্তরসূরি হিসাবেই দেখা হয়। পূজারা ওয়ান ডে বা টি২০ খেলায় একেবারেই উৎসাহী নন। ক্রিকেটপ্রেমীরা তাঁকে স্লো ব্যাটসম্যান হিসাবে কটাক্ষ করে থাকেন, কিন্তু অস্ট্রেলিয়ার শেষ টেস্টে একটা দিক ধরে না রাখলে ম্যাচ জেতা কঠিন হত। আজ পুজারার ৩৩ তম জন্মদিন। তিনি কিন্তু ইডেন গার্ডেনের ২০১৭-র শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা টেস্ট কোনওদিন ভুলবেন না। কারণ ৫ দিনই তিনি কোনও না কোনও সময়ে ব্যাট করেছেন এবং একইসাথে ৫ দিনের ক্লাবের ৯ খেলোয়াড়ের সাথে নিজের নামটিও লিপিবদ্ধ করেছেন। ভারতে তাঁর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন জায়সীমা এবং রবি শাস্ত্রী।

আজ তাঁর জন্মদিনে দলের সবার কাছ থেকে অভিনন্দন পেয়েছেন। পূজারা ৮১টি টেস্টে ৬১১১ রান, ১৮ টি সেঞ্চুরি সহ করেছেন। কিন্তু ওডিআইতে রেকর্ড মোটেই সুবিধার নয়, সব খেলোয়াড় যখন আইপিএলে ব্যস্ত তখন পূজারা চলে যান ইংল্যান্ডে কাউন্টি খেলতে, ওখানে টাকা কম কিন্তু সাবেকি ক্রিকেট আছে।     


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post