গরুপাচার কাণ্ডঃ তৃণমূল যুব নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গরুপাচার কাণ্ডে তৃণমূল যুব নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত নিল সিবিআই। এবার বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত এই আবেদন মেনে পরোয়ানা জারি করেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার বিনয় মিশ্রের বাড়িতে আবারও তল্লাশি চালিয়েছিল সিবিআই গোয়েন্দারা। কিন্তু তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপরই গ্রেফতারি পরোয়ানার জন্য সিবিআই আদালতে আবেদন করে তদন্তকারী সংস্থা। 

গত ২৫ ফেব্রুয়ারি, বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে দীর্ঘ জেরা করেছিল সিবিআই। বিকাশকে আগেও দুবার জেরা করা হয়েছিল। কিন্তু বিনয় মিশ্রের কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপরই সিবিআই গ্রেফতারি পরোয়ানা জারি করে বিনয় মিশ্রের বিরুদ্ধে। মঙ্গলবার রাতেই সিবিআই বিনয় মিশ্রর কলকাতার বাড়িতে গ্রেফতারি পরোয়ানা নিয়ে যায়, তাঁকে না পেয়ে ওই নোটিশ বাড়ির সদর দরজায় সাঁটিয়ে দিয়ে আসে সিবিআই। কয়লা ও গরু পাচার কাণ্ডের মধ্যে গভীর যোগাযোগ রয়েছে বলেই মনে করছে সিবিআই, এই বিষয়ে বেশ কিছু তথ্যপ্রমাণও পেয়েছে সিবিআই। গরু পাচারের মূল অভিযুক্ত এনামুল হক এবং কয়লা পাচারের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এদের দুজনের মধ্যে যোগাযোগের প্রমান সিবিআইয়ের হাতে রয়েছে। অপরদিকে দুজনের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তৃণমূলের যুব নেতা অভিষেকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বিনয় মিশ্রের। তাই তাঁকে জেরা করতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। কিন্তু বেপাত্তা হওয়ায় তাঁর বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হল বলেই জানাচ্ছে সিবিআই। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم