বেহালার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকায়

মঙ্গলবার সাতসকালে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল বেহালায়। খবর পেয়ে দমকলের ৩-৪ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন লাগার কারণ এখনও সঠিক ভাবে জানা যায়নি। কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হবে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বেহালার কালিতলার কাছে ওই প্লাস্টিক কারখানা থেকে কালো ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এক প্রত্যক্ষদর্শী জানান, পৌনে ছটা নাগাদ বিষয়টি তাঁরা দেখতে পেলেও আগুন লেগেছে প্রায় ভোর সাড়ে চারটে নাগাদ। কারখানার মালিক তখন থেকেই দমকলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন কিন্তু লাভ হয়নি। ততক্ষণে কারখানার পাশের আবাসনটিতেও আগুনের  ঢুকতে শুরু করে।

এরজেরে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। দমকলে খবর দেওয়া হলে অনেক পরে প্রায় সাতটা নাগাদ প্রথমে ১টি ইঞ্জিন আসে। তারা আসার আগেই ভস্মীভূত হয়ে যায় কারখানাটি। শেষপর্যন্ত দমকলের প্রায় চারটি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। দমকল অধিকারকরা জানিয়েছেন,  প্লাস্টিক থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক অনুমান, মিটার বক্স থেকেই আগুন লাগে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.