ডেবরায় আদিবাসী গৃহবধূকে ধর্ষণ করে খুন, বিক্ষোভ


এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। ঘটনার প্রতিবাদে ডেবরা-সবং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালেই ডেবরার ইসমামপুর গ্রামে এক আদিবাসী মহিলার দেহ উদ্ধার হয়। এলাকাবাসীর দাবি, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কে বা কারা এই ঘটনার পিছনে জড়িত তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ওই আদিবাসী মহিলা দিনমজুরের কাজ করতেন। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর তিনি আর বাড়ি ফেরেননি। সারারাত খোঁজাখুঁজি পরে, এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.