সিনেমাহলে ১০০ শতাংশ দর্শকের অনুমতি দিল রাজ্য

৫০ শতাংশ নয়, এবার সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল রাজ্য সরকার। তবে কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে ৫০ শতাংশ দর্শকের অনুমতি দেওয়া আছে। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের নিষেধাজ্ঞা সত্বেও সিনেমা হলে ১০০ শতাংশ দর্শকের অনুমতি দিয়ে দিল। শুক্রবার ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

উল্লেখ্য, কয়েকেদিন আগেই সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ১০০ শতাংশ দর্শক প্রবেশের জন্য আবেদন জানিয়েছিলেন হল মালিকরা। এদিন তাঁদের আবেদনেই  সায় দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটি শো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হলে স্যানিটাইজার স্প্রে করতে হবে। তবে মাস্ক পড়েই সিনেমা দেখতে হবে দর্শকদের। তাঁদের সঙ্গে একটি স্যানিটাইজারও রাখতে হবে। এবিষয়ে, মুখ্যসচিবকে একটি নির্দেশিকা জারি করারও নির্দেশ দেন  মুখ্যমন্ত্রী।   

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.