মাঘের ‘বাঘা’ শীতের আমেজে বঙ্গবাসী

পৌষের শেষ ৭-৮ দিন বাংলা থেকে শীত কার্যত উধাও হয়েছিল। কিন্তু পৌষ সংক্রান্তির থেকে ফিরে এসেছে কাঙ্খিত শীতের আমেজ। যদিও তা শৈত প্রবাহে নয় বলেই জানাচ্ছে আবহবিদরা। এলোমেলো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীত আসে এ বাংলায় কিন্তু পূবালী উষ্ণ হওয়া বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু অবশেষে বাঁধা অতিক্রম করে বঙ্গে ফেরে শীতের আমেজ। এখন স্বাভাবিকের থেকে চেয়ে সামান্য বেশি হলেও এই শীতে আরাম পাচ্ছে আম বাঙালি। আগামী ২০ জানুয়ারী অবধি তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গড়ে ১৪ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি এবিং শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম, বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর এবং পশ্চিম প্রান্তিক বাংলায় তাপমান আরও কমবে। ১০ ডিগ্রি বা তার নিচে যাবে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান পশ্চিম , নাদিয়া মুর্শিদাবাদ ইত্যাদি স্থানে শীত বাড়বে | এর মধ্যে ১৯ তারিখ তাপমান কিছুটা বাড়বে তারপর ফের পূবালী হওয়ার আবির্ভাবে শীত কমবে। অন্যদিকে উত্তর বাংলায় ঠান্ডা স্বাভাবিক এবং ডুয়ার্স অঞ্চল কুয়াশায় ঢাকা থাকবে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post