উত্তরাখণ্ডে এখনও নিখোঁজ ১৬৮ জন, উদ্ধার ৩৮ দেহ

উত্তরাখণ্ডের চামোলিতে তুষারঝড়ে ২৯৪ নিখোঁজের মধ্যে ৩৮টি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ১৬৮ জন। রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার জানিয়েছেন, শুক্রবার তপোবনের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের খোঁজে ড্রিল করে আরও একটি ছোট টানেলে ঢোকার চেষ্টা করা হবে। ওই টানেল থেকে সেটি ১২ মিটার নীচে। সেখানে প্রাণের সম্ভাবনা রয়েছে। কেউ কেউ বেঁচে থাকতে পারেন। 

অন্যদিকে, জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের ডিআইজি বিধিম আগরওয়াল জানিয়েছেন, তপোবনে জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে রেইনি গ্রামের উপরদিকে জল জমেছে। একটি পুকুর তৈরি হয়ে গিয়েছে। আকাশ থেকে এলাকাটি দেখা হয়েছে। এনডিআরএফের ৮ সদস্যের একটি দল এদিনই পায়ে হেঁটে সেখানে গিয়েছে। তারা দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গত রবিবারের হড়পা বানের পর সেখানে প্রচুর জলকাদা জমায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। সেখানেই ৩৫ জনের মতো শ্রমিক আটকে পড়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.