একটি হোটেলের কোয়ারেন্টাইনে একজনের করোনা ধরা পড়েছে। তার জেরে আইসোলেশনে যেতে হল প্রায় ৬০০ জনকে। ঘটনা অস্ট্রেলিয়ার। মেলবোর্নের একটি হোটেলে একজনের করোনা সংক্রমণের জেরে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের সংগঠকরা কর্মকর্তা, খেলোয়াড়, অফিসিয়াল এবং সাপোর্ট স্টাফদের আলাদা করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আর চারদিন বাকি।
ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ বুধবার জানান, এক ২৬ বছরের দমকলকর্মীর করোনা ধরা পড়েছে। সে টুর্নামেন্টের দলে ছিল। তার আগে গত ২৮ দিন ধরে কোনও স্থানীয় সংক্রমণের খবর আসেনি। এরপরই নতুন করোনা বিধি চালু হয়েছে। বাইরে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে গ্র্যান্ড স্লামে ভিক্টোরিয়ায় পৌছনোর পর ৭২ জন টেনিস খেলোয়াড়কে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের বিমানে করোনা রোগীর সন্ধান মিলেছিল। বৃহস্পতিবারের সব ম্যাচ বাতিল করা হয়েছে।
Thank You for your important feedback