বামরাজ্যে রামের সুমতি


বামরাজ্যে রামের সুমতি। যে রাজ্যে টানা ৩৪ বছর রাজ্যপাট চালিয়েছেন বামেরা, যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও নিজেকে বামপন্থী মনে করতেই স্বচ্ছন্দ বোধ করেন, সেই রাজ্যই কিনা রামমন্দির নির্মাণের জন্য তুলে দিল ৫০ কোটি টাকা। এই পরিস্থিতিতে দৃশ্যতই আত্মবিশ্বাসী গেরুয়া শিবির বলছে, আব কি বার ৬০ কোটি পার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post