কৃষকদের কাছে ক্ষমা না চাইলে কঙ্গনার শুটিং বানচালের হুমকি

কৃষকদের কাছে ক্ষমা না চাইলে কঙ্গনা রানাউতের শুটিং বানচাল করে দেওয়ার হুমকি দিল কংগ্রেস। কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত কৃষকদের সম্পর্কে টুইটে মন্তব্যের জন্য কঙ্গনার পরের ফিল্ম ধাকড়-এর শুটিং করতে দেওয়া হবে না। মধ্যপ্রদেশের যুব কংগ্রেস কর্মীরা বেতুলের এসপির কাছে স্মারকলিপি জমা দিয়ে এই কথা জানিয়ে দিয়েছেন। কঙ্গনার বিরুদ্ধে তাঁরা ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিক্ষোভও দেখাবেন। 

কংগ্রেস নেতা সমীর খানের অভিযোগ, কঙ্গনা কৃষকদের সন্ত্রাসবাদী ও চিনের দালাল বলেছেন। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের না হলে সারনিতে মিছিল বের করবেন তাঁরা। সেখানেই চলছে ধকড়ের শুটিং। জবাবে কঙ্গানর টুইট, নেতাগিরিতে আমার কোনও আগ্রহ নেই। কিন্তু মনে হচ্ছে, কংগ্রেসই আমাকে নেতা বানিয়ে দেবে। অন্যদিকে, কঙ্গনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বারাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। সম্প্রতি কৃষকদের নিয়ে কঙ্গনার কিছু আপত্তিকর টুইট মুছে দিয়েছে টুইটার। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.