এই চার রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসতে হলে অবশ্যই লাগবে করোনা রিপোর্ট

দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ দিনে দিনে বাড়ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের একাংশ দাবি করছেন এর জন্য দায়ী করোনার নতুন ভারতীয় প্রজাতি বা স্ট্রেন। মহারাষ্ট্র ও কেরলে করোনা নতুন করে ভয়াবহ রূপ ধারণ করছে। এরসঙ্গে কর্ণাটক ও তেলেঙ্গানাতেও দিনে দিনে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। মহারাষ্ট্র, কেরল, কর্নাটক ও তেলেঙ্গানা থেকে কোনও ব্যক্তি কলকাতা বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে করোনা রিপোর্ট দেখাতেই হবে। শনিবার দুপুর ১২টা থেকে চালু হবে এই নতুন বিধি। 

রাজ্যের স্বাস্থ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, আগামী ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে মহারাষ্ট্র, কেরল, কর্নাটক ও তেলেঙ্গানা থেকে বিমানে আগত ব্যক্তিদের RT-PCR পরীক্ষার রিপোর্ট দেখানো বাধ্যতামূলক করা হল। ওই রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে এই রাজ্যে প্রবেশের অনুমতি। বিমান ছাড়ার সময়ের থেকে পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে চলবে না বলেও নির্দেশিকায় উল্লেখ রয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, এই পরিস্থিতিতে বাংলায় ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাক, সেটা চাইছে না নবান্ন। ফলে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া চার রাজ্য থেকে আসা যাত্রীদের নিয়ন্ত্রিত ভাবেই রাজ্যে প্রবেশের অনুমতি দিতে চাইছে রাজ্য প্রশাসন। তবে বাকি রাজ্যের বাসিন্দাদের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না আপাতত।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post