পশ্চিমবঙ্গে আট দফায় ভোট, দেখে নিন সূচি

করোনা আবহে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হবে। শুক্রবারই জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘন্ট প্রকাশ করল। ভোট ঘোষণার পরই আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল বলে জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল আরোরা। পশ্চিমবঙ্গে আট দফায় হবে ভোট গ্রহন। প্রথম দফায় ২৭ মার্চ ভোট হবে বাংলার ৩০টি আসনে। এরপর দ্বিতীয় দফায় ১ এপ্রিল ভোট হবে ৩০ আসনে। তৃতীয় দফায় ৬ এপ্রিল ভোট হবে ৩১ আসনে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ভোট হবে ৪৪ আসনে। পঞ্চম দফায় ১৭ এপ্রিল ভোট হবে ৪৫ আসনে। ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ভোট হবে ৪৩ আসনে। সপ্তম দফায় ২৬ এপ্রিল ভোট হবে ৩৬ আসনে এবং অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল শেষ ৩৫ আসনে। ভোটগণনা ও ফলাফল ২ মে। পাশাপাশি কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে একদফায় ভোট। অসমে তিন দফায় ভোট। এবার অনলাইনে মনোনয়ন জমা করতে পারবেন প্রার্থীরা। তবে নিজে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে দুজনকে অনুমতি দেওয়া হবে। অপরদিকে মিছিল বা রোড শোয়ের ক্ষেত্রে প্রার্থীরা পাঁচটির বেশি গাড়ি ব্যবহার করতে পারবেন না।


প্রথম দফা- ২৭ মার্চ ৩০ আসনে ভোট। বিজ্ঞপ্তি জারি হবে ২ মার্চ, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ মার্চ
 (পুরুলিয়া ৯ আসন, বাঁকুড়া-৪ আসন, ঝাড়গ্রাম ৪ আসন, পশ্চিম মেদিনীপুর-৬ আসন এবং পূর্ব মেদিনীপুর-৭ আসন)


দ্বিতীয় দফা- ১ এপ্রিল ৩০ আসনে ভোট। বিজ্ঞপ্তি জারি হবে ৫ মার্চ, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১২ মার্চ
 (বাঁকুড়া- ৮ আসন, পূর্ব মেদিনীপুর-৯ আসন, পশ্চিম মেদিনীপুর-৯ আসন, দক্ষিণ ২৪ পরগনা-৪ আসন)


তৃতীয় দফা- ৬ এপ্রিল ৩১ আসনে ভোট। বিজ্ঞপ্তি জারি হবে ১৩ মার্চ, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৯ মার্চ
 (হাওড়া- ৭ আসন, হুগলি- ৮ আসন, দক্ষিণ ২৪ পরগনা- ১৬ আসন)


চতুর্থ দফা- ১০ এপ্রিল ৪৪ আসনে ভোট। বিজ্ঞপ্তি জারি হবে ১৬ মার্চ, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ
(হাওড়া- ৯ আসন, হুগলি-১০ আসন, দক্ষিণ ২৪ পরগনা-১১ আসন, আলিপুরদুয়ার- ৫ আসন এবং কোচবিহার- ৯ আসন)


পঞ্চম দফা- ১৭ এপ্রিল ৪৫ আসনে ভোট। বিজ্ঞপ্তি জারি হবে ২৩ মার্চ, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩০ মার্চ
 ( উত্তর ২৪ পরগনা- ১৬ আসন, নদিয়া- ৮ আসন, পূর্ব বর্ধমান- ৮ আসন, দার্জিলিং- ৫ আসন, কালিম্পং- ১ আসন, জলপাইগুড়ি- ৭ আসন)


ষষ্ঠ দফা- ২২ এপ্রিল ৪৩ আসনে ভোট। বিজ্ঞপ্তি জারি হবে ২৬ মার্চ, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩ এপ্রিল
(উত্তর ২৪ পরগনা- ১৭ আসন, নদিয়া- ৯ আসন, পূর্ব বর্ধমান- ৮ আসন, উত্তর দিনাজপুর- ৯ আসন)


সপ্তম দফা- ২৬ এপ্রিল ৩৬ আসনে ভোট। বিজ্ঞপ্তি জারি হবে ৩১ মার্চ, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ এপ্রিল
 (মালদা- ৬ আসন, মুর্শিদাবাদ- ১১ আসন, পশ্চিম বর্ধমান- ৯ আসন, কলকাতা দক্ষিণ- ৪ আসন, দক্ষিণ দিনাজপুর ৬ আসন)


অষ্টম দফা- ২৯ এপ্রিল ৩৫ আসনে ভোট। বিজ্ঞপ্তি জারি হবে ৩১ মার্চ, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ এপ্রিল
(মালদা- ৬ আসন, মুর্শিদাবাদ- ১১ আসন, কলকাতা উত্তর- ৭ আসন এবং বীরভূম ১১ আসন)

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post