ভোট ঘোষণার পর রাতেই বিজেপির পরিবর্তন রথ ভাঙচুর

ভোট ঘোষণার দিনই বিজেপির পরিবর্তন রথ ভাঙচুরের অভিযোগ উঠল মানিকতলা এলাকায়। অভিযোগের তির অবশ্যেই তৃণমূলের দিকেই। অভিযোগ, শুক্রবার রাতে মানিকতলার কাদাপাড়া এলাকায় একটি গোডাউনে রাখা বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এছাড়াও ওই রথে থাকা এনইডি স্ক্রিন, মোবাইল ও ল্যাপটপও চুরি গিয়েছে বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, ভোটের প্রচারের জন্য বিভিন্ন সামগ্রী রাখার জন্যই ওই গুদামঘরটি ভাড়া নেওয়া হয়েছিল। বিজেপির দাবি, শুক্রবার গভীর রাতে সেখানেই হানা দেয় ১৫ থেকে ২০ জনের একটি দুষ্কৃতী দল।

অভিযোগ, তাঁরা নির্বিচারে ভাঙচুর শুরু করতে বাধা দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষী এবং পরিবর্তন রথের চালক ও খালাসি। গোলমাল শুনে সেখানে ছুটে আসেন আরও কয়েকজন। অভিযোগ তাঁদের মারধোর করে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছে যান বিজেপি নেতা সব্যসাচী দত্ত। পরে তিনি ফুলবাগান থানায় এই সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ। যদিও শনিবার সকাল পর্যন্ত কোনও গ্রেফতারির খবর নেই।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post