এবারের নির্বাচনে সিনেমার অবদান

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে চলচিত্র শিল্পীদের ভূমিকা কি হতে চলেছে তাই নিয়ে মানুষের মনে জল্পনা তুঙ্গে। বাম জমানার আগে চলচিত্রের সাথে রাজনীতির সম্পর্ক খুব একটা ছিল না। যদিও গণনাট্য সংঘের শিল্পীরা বামেদের হয়ে প্রচার করতেন। যেমন উৎপল দত্ত, অজিতেশ বন্দোপাধ্যায়, অনুপকুমার ইত্যাদিরা। বহু বছর ক্ষমতায় থাকার পর বামফ্রন্ট প্রার্থী করেছিল অনুপকমার, অনিল চট্টোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়ের মতো টলিউড তারকাদের। পরবর্তী সময় আমরা দেখি তৃণমূলের আমলে ঝাঁকে ঝাঁকে টলিউড তারকা শিল্পীরা ভোটে দাঁড়িয়ে জিতেছেন। একইভাবে সাম্প্রতিক সময়ে অগণিত সিনেমা এবং টেলিভিশন শিল্পীরা তৃণমূল এবং বিজেপিতে যোগ দিয়েছেন, বা দিচ্ছেন। এঁদের অনেকেই আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চলেছেন বলেই অনুমান বাংলার রাজনৈতিক মহলের। বুধবার টলিউডের প্রথম সারির এক ঝাঁক শিল্পী ও খেলোয়াড় যোগ দিলেন তৃণমূলে। যাঁদের মধ্যে বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি, হাওড়ার কোনও একটি আসনে প্রার্থী হচ্ছেন বলে সূত্রের খবর। তেমনই কয়েকজন টলি তারকাও শাসকদলের টিকিট পেতে পারেন একুশের নির্বাচনে।        


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post