রাজ্যে বিধানসভা নির্বাচনের পরই অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2021)। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে পরীক্ষাসূচি ঘোষণা করে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২১ জুলাই হবে রাজ্য জয়েন্টের পরীক্ষা। এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে রাজ্যে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা। যদিও পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হলেও আবেদনপত্র পূরণের ব্যাপারে কিছুই জানানো হয়নি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে। তবে খুব শীঘ্রই এই ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। এই সংক্রান্ত সমস্ত তথ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হবে বলেই জানানো হয়েছে। সেখানেই অনলাইনে আবেদন করা যাবে। কোভিডবিধি মেনেই হবে পরীক্ষা।
Thank You for your important feedback