অভিষেক, শুভেন্দুর চাপান উতোর

আজ ঘাটালের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ তাঁর বক্তব্যে জানালেন যে মেদিনীপুরে সমস্ত বিজেপি প্রার্থীর পরাজয় হবে | জামানত জব্দও হবে ঘটালে বলে দাবি তাঁর | তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন যে মেদিনীপুর কারুর পৈতৃক সম্পত্তি নয় | ইঙ্গিতটি যে অধিকারীতে আটকে তা বলাই বাহুল্য | পাশাপাশি আজ হুগলির ডানকুনির জনসভাতে গর্জে ওঠেন শুভেন্দু অধিকারী | তিনি বলেন, তৃণমূল করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর | তিনি সরাসরি আক্রমণ করেন নবান্নর সিএমও অফিসকে | তাঁদের ফোন ট্যাপ করা হচ্ছে বলেও দাবি করেন |
শুরু হয়ে গেল লড়াই | একসময় একসাথে থাকা দুই যুব নেতা আজ পুষ্পর বিরোধী | এক সময়ে প্রফুল্ল সেন ও অজয় মুখোপাধ্যায় পরম ঘনিষ্ঠ ছিলেন পরে ১৯৬৭ তে তাঁরা আলাদা হয়ে যান | ৬৭ তে অজয়বাবু হারান প্রফুল্ল সেনকে আবার ১৯৬৯ এ প্রফুল্ল সেন হারান অজয়বাবুকে কিন্তু দুই গান্ধিবাদী নেতার সম্পর্ক নষ্ট হয়নি | কিন্তু আজ বর্তমানের দুই নেতা ব্যক্তিগত লড়াইয়ে নেমেছেন ভোট যুদ্ধে |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post