আন্দামান নিকোবর এখন করোনামুক্ত

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এখন করোনামুক্ত। দেশের মধ্যে প্রথম এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা নেমে এসেছে শূন্যে। করোনায় আন্দামান-নিকোবরে শেষ যে ৪ জন আক্রান্ত হয়েছিলেন, তাঁরা সুস্থ হয়ে গিয়েছেন। সবমিলিয়ে সেখানে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪,৯৩২ জন, মারা গিয়েছেন ৬২ জন।

তবে উদ্বেগ কেরল নিয়ে। সারা দেশের মোট করোনার আক্রান্তের ৫১.৮ ভাগই কেরলের। সেখানে সক্রিয় রোগীও বেশি। মোট ১ লাখ ৬১ হাজার অ্যাক্টিভ রোগীর মধ্যে কেরলেই ৬৯,১৫৭ জন। মৃতের নিরিখে এখনও এগিয়ে মহারাষ্ট্র। তবে গত দুদিনে মহারাষ্ট্রে ৪০০-রও কম সংক্রমণ হয়েছে। বুধবার দেশে নতুন আক্রান্ত হয়েছেন ১১,০৩৯ জন। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১১০ জন। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.