এই ভারতীয় তরুণী রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের লড়াইয়ে নামলেন

তিনি অরোরা আকাঙ্খা, বয়স মাত্র ৩৪ বছর। এই ভারতীয় বংশোদ্ভূত তরুণীই এবার রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব পদে লড়তে চলেছেন। বর্তমানে তিনি রাষ্ট্রসংঘের ডেভলপমেন্ট প্রোগ্রামের অডিট কোঅর্ডিনেটর পদে রয়েছেন। সম্প্রতি অরোরা নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের জন্য প্রচারও শুরু করে দিয়েছেন। তাঁকে লড়তে হবে বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে। ফলে লড়াইটা বেশ কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। টুইটারে একটি ভিডিও শেয়ার করেই আরোরা নিজের বক্তব্য রেখেছেন, সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন তিনি মহাসচিব পদে লড়তে চলেছেন। আরোরা আকাঙ্খার কথায়, ‘আমার মতো অধস্তন কর্মচারী কর্তাদের বিরুদ্ধে লড়বে, এটা একটা ব্যতিক্রমী ঘটনা। কিন্তু সবাই আশা করে আমরা চুপচাপ ইঁদুর দৌড়ে শামিল হব এবং সুযোগের অপেক্ষায় বসে থাকব। অথবা বিনা প্রশ্নে সব কিছু মেনে নেব’। 

সেইসঙ্গে তিনি বলেছেন, ‘আমার পূর্বসূরিরা রাষ্ট্রসংঘের যোগ্য মর্যাদা দিতে পারেননি। ৭৫ বছর ধরে বিশ্বের কাছে তার শপথ রক্ষা করতে পারেনি রাষ্ট্রসংঘ। আমাদের এমন রাষ্ট্রসংঘ প্রাপ্য, যে পরিবর্তন ঘটাতে পারে’। উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব পদে বিগত ৭৫ বছরে কোনও মহিলা বসেননি। ফলে অরোরা আকাঙ্খা এই পদে জিতলেই ইতিহাসের পাতায় নাম তুলবেন। আবার এত কম বয়েসে এই পদে লড়াইও কেউ করেননি এর আগে। সবমিলিয়ে ভারতীয় বংশোদ্ভূত এই তরুণীই এই সাহসটা দেখালেন। চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ। তিনিও দ্বিতীয়বারের জন্য এই পদে লড়তে চাইছেন। ফলে তাঁকে অসম এক লড়াইয়েক মুখে ফেলতে চলেছেন ভারতীয় তরুণী অরোরা আকাঙ্খা। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post