প্রাক্তন মুখ্যমন্ত্রীদের তারকা কেন্দ্র

২০২১-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, ফলে ভোটের প্রস্তুতি নিয়ে টেনশনে সমস্ত দলই। এই সময়ে জনতার উৎসাহ স্বাধীনতা উত্তর যুগে রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রীদের কেন্দ্রগুলি নিয়ে। প্রথম মুখ্যমন্ত্রী ডাঃ প্রফুল্ল ঘোষ সুনির্দিষ্ট কোনও কেন্দ্র থেকে দাঁড়াননি। আবার কংগ্রেসী মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায় দাঁড়াতেন উত্তর কলকাতার বৌবাজার কেন্দ্র থেকে। অপর কংগ্রেসী মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন ওপার বাংলার মানুষ হলেও তাঁর নির্বাচনি কেন্দ্র ছিল হুগলির আরামবাগ। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় আবার দাঁড়াতেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কেন্দ্র থেকে। এরপর কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়েরও কোনও সুনির্দিষ্ট কেন্দ্র ছিল না। তবে দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকার পর শেষ বারের মতো চৌরঙ্গী বিধানসভা থেকে দাঁড়িয়ে ভোটে জিতেছিলেন।
রাজ্যের দীর্ঘসময়ের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কিন্তু বাম জমানা আসার আগে থেকেই জ্যোতি বসু দাঁড়াতেন বরানগর কেন্দ্র থেকে। ১৯৭২-এর নির্বাচনে হেরে যাওয়ার পরবর্তী নির্বাচনে তিনি দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকেই দাঁড়াতেন। জ্যোতি বসুর পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দাঁড়াতেন উত্তর কলকাতার কাশিপুর কেন্দ্র থেকে। কিন্তু বাম রাজত্বের দ্বিতীয় ভোটেই তিনি শত ঘোষের কাছে হেরে যান। এপ পরে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াতেন বুদ্ধদেববাবু। শেষ বার ২০১১ সালের নির্বাতনে হেরে যান। এরপর আসে তৃণমূল জমানা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে লোকসভায় দাঁড়াতেন। লোকসভায় তিনি প্রথমে যাদবপুর পরে দক্ষিণ কলকাতা থেকে জিতেছিলেন। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা থেকে জিতে রাজ্য বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন।    

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post