সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে গো-হারা হেরেছিলাম। এবার সেই মন্তব্যকেই হাতিয়ার করে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বর্ধমানে চায়ে পে চর্চা অনুষ্ঠানে গিয়ে তিনি বললেন, ‘শুধু গোহারা কেন, এবার তুমি ছাগলহারা হারবে’। তিনি আরও বলেন, ‘এত দুর্নীতি,হিংসা, মিথ্যাচার, অত্যাচার বাংলার উপর কোনদিন ব্রিটিশরা করেন, সিপিএম চেষ্টা করেও পারেনি । দিদিমণি সব রেকর্ড ভেঙেছেন’।
বাংলায় ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তরজার সুর চড়ছে। এর আগেও বিজেপির রাজ্য সভাপতি বিভিন্ন সময়ে বিঁধেছিলেন তৃণমূল নেত্রীকে। সোমবারও তার অন্যথা হলনা। স্বভাব সূলভ ভঙ্গিতেই দিলীপ ঘোষ বললেন, ‘তৃণমূল দলটার সঙ্গে দেশের কোনও সম্পর্ক নেই। এদের স্লোগান ‘জয় বাংলা’ বাংলাদেশ থেকে আমদানি করা, খেলা হবে স্লোগানটাও বাংলাদেশের। এটা আওয়ামি লিগের স্লোগান’। আবার মুখ্যমন্ত্রীর ৫ টাকার ক্যান্টিন প্রসঙ্গেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি। তিনি বললেন, ৭০-৭২ সালে লঙ্গর চলত মানুষ খেতে পেতেন না বলে। বর্তমানে শাসনকালেও মানুষের কাছে টাকা পয়সা না থাকায় ৫ টাকায় ‘মা ক্যান্টিন’ চালাতে হচ্ছে। এতে প্রমাণ করলেন প্রশাসক হিসাবে তিনি কতটা ব্যর্থ। মানুষকে ভিখারি করে রেখেছেন, তাই ৫ টাকা দিয়ে সরকারি ক্যান্টিনে খেতে হবে। এমনকি দিদির দূত-কেও ‘যমের দূত’ বলতে ছাড়েননি দিলীপ ঘোষ।
Thank You for your important feedback