মহাকাশ ট্যাক্সি জন্য চুক্তি দেশি সংস্থার

মহাকাশে ট্যাক্সি চালানোর জন্য অংশীদারি চুক্তি হল দুটি স্টার্ট আপ কোম্পানির। তারা ছোট স্যাটেলাইট একাধিক কক্ষপথে নিয়ে যাবে।  সেটি স্পেস ট্যাক্সি হিসেবে কাজ করবে। 

বেঙ্গালুরুর বেলাট্রিক্স এরোস্পেস এবং হায়দরাবাদের স্কাইরুট এরোস্পেস এই চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, তারা অরবিটাল ট্রান্সফার ভেহিকল ব্যবহার করবে। বিক্রম সিরিজের লঞ্চ ভেহিকলে ঊর্ধ্ব উচ্চতায় তা যুক্ত হবে। ২০২৩ সালে বিক্রম উৎক্ষেপন যানে প্রথম এই মহাকাশ ট্যাক্সি ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাদের। 

এর ফলে বিশ্বের সব দেশেরই যোগাযোগ ও পর্যবেক্ষক উপগ্রহ মহাকাশে পাঠানোর খরচ ও সময় কমবে। আরও বেশি সংখ্যায় কক্ষপথে যাওয়ার সুযোগও বাড়বে। আগে যা সম্ভব ছিল না। কেন্দ্র IN-SPACe নামে নতুন সংস্থা তৈরি করেছে। মহাকাশ গবেষণায় আরও বেশি বেসরকারি অংশগ্রহণ ওপর জোর দিয়েছে কেন্দ্র। ইসরোর সহায়তায় বেসরকারি অংশগ্রহণ সম্ভব হবে বলে কেন্দ্র জানিয়েছে। 

২০১৫ সালে তৈরি হয়েছে বেলাট্রিকস। তার সিইও রোহন মুরলীধরন আশাবাদী, ক্রমেই মহাকাশ অভিযানের জন্য চাহিদা বাড়ছে। এই ট্যাক্সি খরচ কমিয়ে দেবে। ফলে তাদের এই উদ্যোগ লাভজনক হবে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post