রাজ্যে ভোটের আগে সিএএ চালুর সম্ভাবনা নেই, জানাল কেন্দ্র

পশ্চিমবঙ্গের ভোটের আগে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর করার কোনও সম্ভাবনা নেই। লোকসভায় কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কেন্দ্র আইনের বিধিগুলি তৈরি করার কাজ করছে। সিএএ চালু করার কোনও সময়সীমা ঠিক হয়নি। জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তৈরির ব্যাপারেও কোনও সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে লিথিত জবাবে মঙ্গলবার জানিয়েছেন, লোকসভা ও রাজ্যসভার সংশ্লিষ্ট কমিটি এই বিধি তৈরির জন্য যথাক্রমে এপ্রিল ও জুলাই পর্যন্ত সময় দিয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে এই সংশোধনী আইনের বিজ্ঞপ্তি জারি হয়। ২০২০ সালের ১০ জানুয়ারি তা কার্যকর হওয়ার কথা ছিল। সংসদীয় নিয়মমতো আইন কার্যকর হওয়ার ৬ মাসের মধ্যে বিধি তৈরি করতে হবে। দেরি হলে সংসদীয় সংসদীয় বিধি কমিটির কাছে সময় বাড়ানোর আবেদন করতে পারে। তবে তা একসঙ্গে ৩ মাসের বেশি নয়। করোনা অতিমারির যুক্তিতে বেশকিছু সরকারি কাজ পিছিয়ে দেওয়া হয়েছে।

সংশোধিত নাগরিকত্ব আইনে ধর্মীয় অত্যাচারে কারণে পাকিস্তান, বংলাদেশ, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও ক্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ২০১৯ সালে আইনটি সংসদে পাশ হয়। এরপরই দেশজুড়ে প্রচণ্ড প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়ে যায়। দিল্লিতে শাহিনবাগের অবস্থান সবার নজর কাড়ে। দিল্লিতে সংঘর্ষে ৫৩ জন মারাও যান। অসমে এই আইনের বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভও হয়েছিল। এই বিক্ষোভ লকডাউনের সময় স্তিমিত হয়ে পড়ে।

রাজ্যের ভোট এপ্রিল-মে মাসে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তার আগে সংশোধিত আইন চালু হয়ে গেলে তা সংখ্যালঘুদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করত। তৃণমূল এই আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে টানা প্রতিবাদ করেছিল। এরাজ্যে সিএএ জারি হবে না বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সব চারটি রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়েছে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.