বিবিসির সম্প্রচার বন্ধ করল চিন

করোনাভাইরাস ও চিনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়কে নিয়ে সংবাদ প্রচার করায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে চিনের সরকার। শুক্রবার ভোরে চিনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন এ তথ্য জানিয়েছে। ব্রিটেনের গণমাধ্যম নিয়ন্ত্রক অফকম চিনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন-এর সম্প্রচারের লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় শুক্রবার চিন বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করল।

চিন এক বিবৃতিতে জানিয়েছে, বিবিসির ওয়ার্ল্ড নিউজ চিন-সম্পর্কিত রিপোর্টে বিধিনিষেধ ‘গুরুতরভাবে লঙ্ঘন করেছে’ যা ‘সত্যনিষ্ঠ ও ন্যায়সঙ্গত’ হওয়া উচিত। এর ফলে চিনের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং জাতীয় ঐক্যের ক্ষতি করেছে। এক বছরের জন্য প্রতিষ্ঠানটির লাইসেন্সও বাতিল করা হয়েছে। বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্তে তারা হতাশ। ব্রিটিশ বিদেশসচিব দোমিনিক রাব বলেছেন, এটা সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ। নিন্দা করেছে আমেরিকাও। তবে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চিনে বেশি চলে না। কেবলমাত্র আন্তর্জাতিক হোটেল ও কিছু দূতাবাসেই বিবিসি চলে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post