দমদমের ফ্ল্যটে দম্পতির রহস্যমৃত্যু

বন্ধ ফ্ল্যাট থেকে মিলল এক বৃদ্ধ দম্পতির দেহ। বুধবার রাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে উত্তর শহরতলির দমদম মতিলাল কলোনি এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতদের নাম বাসুদেব ব্রক্ষ্ম (৬৫) এবং তাঁর স্ত্রী ইন্দ্রানী ব্রক্ষ্ম (৫৫)। নিঃসন্তান এই দম্পতির দেহ উদ্ধারে রহস্য তৈরি হয়েছে। জানা যাচ্ছে, দমদমের ওই ফ্ল্যাটের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল ইন্দ্রানীদেবীর দেহ। আর ওই ঘরেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিলেন বাসুদেববাবু। তিনি রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। আগে এই দম্পতি সল্টলেকে থাকতেন, সাতবছর আগে তাঁরা মতিলাল কলোনির ফ্ল্যাটটিতে চলে আসেন। 

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার দুপুর থেকে বাসুদেববাবুর এক বন্ধু তাঁকে বেশ কয়েকবার ফোন করেন। কিন্তু সাড়া না পেয়েই তিনি সন্ধ্যার দিকে দমদমের ফ্ল্যাটে আসেন। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি কাছেই বাসুদেববাবুর ভাইয়ের বাড়িতে যান। তিনিই পরে দমদম থানায় ফোন করেন। পুলিশ এসে দরজা ভেঙে দেহ দুটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। তবে সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। বাসুদেববাবুর ভাইয়ের দাবি, স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ ছিলেন, ফলে সবসময় দুশ্চিন্তায় থাকতেন। আমরা জানি না কীভাবে এ ঘটনা ঘটে গেল।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.