বিজেপিতেই যাচ্ছেন দীনেশ, কিন্তু তারপর....

রীতিমতো চমক দিয়ে ১২ ফেব্রুয়ারী নাটকীয়ভাবে রাজ্যসভায় বক্তব্য দিতে গিয়ে সাংসদ দীনেশ ত্রিবেদী পদত্যাগ করেছিলেন। রাজ্যসভায় নিজের বক্তৃতায় তিনি জানিয়েছিলেন, তিনি দল ও সাংসদ পদ এই মুহূর্তে ছাড়ছেন এবং ছেড়েও দিলেন। কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা ছিল তিনি এরপর যাবেন কোথায় ! এই বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত মহলই নিশ্চিত ছিল যে তিনি বিজেপিতে যাবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও দীনেশ ত্রিবেদী কি করতে পারেন তার একটা ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক মহলে মতে, দীনেশ ত্রিবেদী সরাসরি জনসংযোগে তেমন পটু নন।  তবুও দীনেশ ত্রিবেদী জানিয়েছেন যে, তিনি জনতার মধ্যেই থাকবেন, জনতার মতামত নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। 

সূত্র মারফত জানা যাচ্ছে যে, কিছুটা মানসিক দ্বন্দ্বের মধ্যে রয়েছেন তিনি। তাই সময় নিচ্ছেন। সামনেই গুজরাতে রাজ্যসভার দুটি আসনে ভোট, দীনেশ জন্মসূত্রে গুজরাটি ব্রাহ্মণ, জানা যাচ্ছে বিজেপির হয়ে সেখানে প্রার্থী করা হতে পারে তাঁকে। দ্বিতীয়ত সাংগঠনিক মানুষ তিনি নন বলে তাঁকে কোনও রাজ্যের রাজ্যপালও করা হতে পারে। আবার কোনও মহল থেকে শোনা যাচ্ছে, ব্যারাকপুর লোকসভার কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে জিতিয়ে আনা হতে পারে। মোটের উপর এটা পরিষ্কার তাঁর ভবিষ্যৎ বিজেপির উপর নির্ভরশীল।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post