মঙ্গলবার লুভিনে অনুষ্ঠিত ইন্ডোর টুর গোল্ডে মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়লেন ইথিওপিয়ার গুদাফ সেগেই। ১৫০০ মিটারের দৌড় সম্পূর্ন করলেন ৩ মিনিট ৫৩.০৯ সেকেন্ডে। তাঁর আগে এই রেকর্ড ছিল গেন্জিবে দিবাবা। ২০১৪ সালে কার্লসরুহে তিনি এই রেকর্ড করেছিলেন। মঙ্গলবার ২ সেকেন্ডের ব্যবধানে গেঞ্জিবে দিবাবার রেকর্ডটি ভাঙলেন সেগেই। ১৯৯৪ সালে পুরুষ বিভাগে ৬০ মিটার মাত্র ৭.৩০ সেকেন্ডে দৌড় সম্পূর্ন করে বিশ্ব রেকর্ড করেছিলেন কলিন জ্যাকসন। তাঁর আগে এই রেকর্ড ছিল গ্রান্ট হোলওয়ের, ৭.৩২ সেকেন্ডে।
Thank You for your important feedback