টিকরি সীমান্তে আত্মহত্যা আরও এক কৃষকের

দিল্লির টিকরি সীমান্তের কাছে আত্মহত্যা করলেন এক কৃষক। সেখানকার একটি বাসস্ট্যান্ডের গাছে প্লাস্টিকের দড়িতে ঝুলন্ত অবস্থায় রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়। ৫২ বছরের করমবীর সিংয়ের লেখা একটি সুইসাইড নোট সেখানে পাওয়া গিয়েছে। সেই নোটে করমবীর কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। লিখেছেন, ভারতীয় কিষাণ ইউনিয়ন জিন্দাবাদ। সরকার তারিখ পে তারিখ দেতি যা রহি হ্যায়। ইসকা কোই আন্দাজা নেহি হ্যায় কি কালা কানুন কব রদ হোগা। সরকার একের পর এক দিন দিয়ে যাচ্ছে। কালা কানুন কবে প্রত্যাহার কবে কেউ জানে না।
হরিয়ানার ঝিন্দের সিংওয়াল গ্রামের বাসিন্দা করমবীরের তিনটি মেয়ে আছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে সরকারি হাসপাতালে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে টিকরি সীমান্তে হাজার হাজার কৃষক অবস্থানে বসে রয়েছেন। গত জানুয়ারিতে টিকরি সীমান্তেই হরিয়ানার ৪২ বছরের এক কৃষক জয় ভগবান রানা বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তাঁর আগে আরও চারজন আত্মহত্যা করেছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post