রবিবার মঞ্চে বক্তৃতা করার সময় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সোমবারই তাঁর করোনা ধরা পড়ল। আমেদাবাদের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। বদোদরার নিজামপুরা এলাকায় দলের পুরভোটে প্রার্থীদের হয়ে প্রচার করছিলেন তিনি। সেইসম.য়ই তিনি মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর উড়িয়ে আনা হয় আমেদাবাদে।
দলীয় সূত্রের খবর, গত ২ দিন ধরেই তাঁর স্বাস্থ্য ভালো ছিল না। তবুও তিনি জোর করেই সভায় গিয়েছিলেন। শনিবার জামনগরের সভায় তিনি বক্তৃতাও করেছিলেন। পড়ে যাওয়ার আগে তিনি বলছিলেন, রাজ্যে কড়া লাভ জেহাদ আইন তৈরি করা হচ্ছে। বিধানসভায় এই মর্মে বিল আনা হচ্ছে। যেভাবে মেয়েদের প্রলোভন দেখানো হচ্ছে, তা বরদাস্ত করা যায় না।
Thank You for your important feedback