কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর আসতে পারে শীঘ্রই। চলতি ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচ কলকাতায় হতে পারে। মহারাষ্ট্রে করোনার সংক্রমণ আচমকা বৃদ্ধি পাওয়ার জন্যই ওয়ান ডে সিরিজ সরিয়ে দিতে পারে বিসিসিআই। সেক্ষেত্রে প্রথম পছন্দ কলকাতার ইডেন গার্ডেন্স। বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, আপাতত ভাবনা চিন্তার স্তরে রয়েছে এই পরিকল্পনা। উল্লেখ্য, আগামী ২৩, ২৬ ও ২৮শে মার্চ মহারাষ্ট্রের পুনেতে ম্যাচগুলি হওয়ার কথা ছিল।
তবে বোর্ডের অন্দরে পশ্চিমবঙ্গে ভোট নিয়েও
আলোচনা চলছে। কারণ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট আগামী ২৭ মার্চ। এই
পরিস্থিতিতে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা আদৌ সম্ভব কিনা সেটা নিয়েই
চিন্তায় বোর্ড কর্তারা। তবে ওই সময় কলকাতায় ভোট পড়ছে না। তাই আপাতত
কলকাতাকে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে। যদি পুলিশ ও প্রশাসনের নিরাপত্তা
সংক্রান্ত ছাড়পত্র পাওয়া যায় তবে পুনে থেকে তিনটি একদিনের আন্তর্জাতিক
ম্যাচ কলকাতায় হবে।
Thank You for your important feedback