করোনা অতিমারিতে দেশে বিদেশি পর্যটকের সংখ্যা ৭৫ শতাংশ কমে গিয়েছে। লকডাউনের সময় বিভিন্ন দেশ থেকে সব উড়ান বন্ধ করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার সংসদে একথা জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। তিনি জানান, ২০১৯ সালে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ১ কোটি ৯ লক্ষ। তার আগের বছর তা ছিল ১ কোটি ৫ লক্ষ। গতবছর পর্যটকের সংখ্যা ছিল ২০ লাখ ৬৮ হাজার।
তিনি বলেন, পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত সবার সঙ্গে আলোচনা করে দেখা গিয়েছে, প্রচুর রাজস্ব ক্ষতি হয়েছে তাদের। কমেছে বিদেশি মুদ্রার পরিমাণ, কাজ হারিয়েছেন অনেকে। পর্যটনক্ষেত্র অসংগঠিত হওয়ায় প্রকৃত ক্ষতির পরিমাণ জানা এখনই সম্ভব হয়নি। এই অবস্থায় দেশের মধ্যেই পর্যটন বাড়ানোর জন্য তাদের আর্থিক সহায়তা করার চেষ্টা করা হয়েছে। অনলাইনে পর্যটনের প্রচারের ব্যবস্থাও হয়েছে। এই প্রকল্পে রাজ্যগুলিও চাইলে অংশ নিতে পারে।
Thank You for your important feedback