মায়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল বাইডেন সরকার

সেনাবাহিনীর হাতে দেশের শাসনভার চলে যাওয়ার পর মায়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকার জো বাইডেন প্রশাসন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে সরিয়ে ক্ষমতাদখল করেছে সেনাবাহিনী। হোয়াইট হাউসে বাইডেন বুধবার বলেন, সেনা অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আমেরিকায় মায়ানমারের জন্য রাখা ১ কোটি ডলারের তহবিলের ওপর জেনারেলদের কোনও অধিকার থাকবে না। সেদেশের সেনাবাহিনীর নেতাদের এবং তাদের পরিবারের সব ব্যবসা নিষিদ্ধ করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই প্রথম দফার চিহ্নিতকরণের কাজ শেষ করা হবে। তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তবে সাধারণ নাগরিকদের স্বাস্থ্য, নাগরিক অধিকারের জন্য সরাসরি অর্থ জোগাবে মার্কিন প্রশাসন।

বাইডেন বলেন, সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মায়ানমারের সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন। তাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। গোটা বিশ্ব সেদিকে তাকিয়ে আছে। অবিলম্বে সেনাশাসন প্রত্যাহার করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া দাবি জানিয়েছেন বাইডেন। মার্কিন মদতেই গত সপ্তাহে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে কড়া প্রস্তাব গৃহীত হয়েছে। বাইডেন অবিলম্বে আং সান সু চি সহ ধৃত রাজনৈতিক নেতাদের মুক্তিরও দাবি করেছেন।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post