মঙ্গলবার বিকেলে বারুইপুরে একটি হোটেলে সদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দু 
অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে তৃণমূলের মুখপাত্র 
কুণাল ঘোষের দেখা হয় এবং কথাও হয় কিছুক্ষন। এই ঘটনাকে কেন্দ্র করে 
চাঞ্চল্যের সৃষ্টি হয় তৃণমূলের অন্দরে, চলে জল্পনাও। প্রশ্ন উঠেছে তবে কি 
কুণালও ‘বেসূরো’-দের পথে? এই নিয়ে দিনভর চলে রাজনৈতিক জল্পনা। এই বিষয়ে CN 
ওয়েব পোর্টালকে সরাসরি কুণাল জানিয়েছেন, ‘আমি স্ট্রেইট ব্যাটে খেলি। এটা 
ছিল নিছকই কাকতালীয় সাক্ষাৎ। তৃণমূলের মুখপাত্র আরও জানান, দক্ষিণ ২৪ 
পরগনার এক জনসভা এবং মিছিল শেষ করে তিনি দলের কর্মীদের সঙ্গে বারুইপুরের 
একটি হোটেলে চা খেতে বসেছিলেন। তিনি আরও জানান, তাঁর আদি বাড়ি এই জেলাতেই, 
ফলে এখানে এলেই তিনি এলাকার মানুষের সাথে চায়ের দোকানে গল্পগুজব করেন। 
এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি। কিন্তু হঠাৎই সেখানে চলে আসেন শুভেন্দু 
অধিকারী এবং বাবুল সুপ্রিয়। তাই ভদ্রতা করে মামুলি কথাবার্তা হয় বলে জানান 
কুণাল ঘোষ। এবং এও বলেন, বুধবার পূর্ব মেদিনীপুরে অখিল গিরির এক সভায় তিনি 
যাচ্ছেন।  
 

Post a Comment
Thank You for your important feedback