মাস্কে ঢাকা ২১-ও

সংক্রমণ কমেছে, কমেছে মৃত্যুর হার কিন্তু করোনা বিদায় নেয়নি, বরং ব্রিটেনে নব্য করোনায় ফের আতঙ্কিত ইউরোপসহ বিশ্ব। অবশ্য নতুন করে ভয়াবহ অবস্থার খবর এখনও ভারতে নেই, পাশাপাশি শুরু হয়েছে টিকাকরণ। আজকের ভারতে অনেকটাই স্বস্তিতে মানুষ। ট্রামে বাসে ট্রেনে অনেককেই সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখতে দেখা যাচ্ছে। অনেকেই মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছে, অনেকেই লোক দেখানোর জন্য নাকটি খোলা রেখে মুখটি ঢেকে রেখেছে। এই দৃশ্য আকছার দেখা যাচ্ছে এ বাংলাতেও। কিন্তু বিশ্ব স্বাস্থ্যসংস্থা বা হু পরিষ্কার বার্তা দিয়েছে, ২০২১ সালেও করোনা আতঙ্ক চলে যাচ্ছে না। তারা কড়া বার্তা দিয়েছে এই বছরে "মাস্ক মাস্ট" অর্থাৎ টিকা নিন বা একবার করোনা আক্রান্ত হলেও সারাবছর মাস্ক পরে থাকতে হবে। হাত পা পরিষ্কার করতে হবে বারবার। খাওয়াদাওয়ার বিষয়ে যা নির্দেশনামা ছিল তাই চলবে বছরভর।                                    

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.