টি-পার্কে শ্রমিক বিক্ষোভে চলল গুলি, রণক্ষেত্র শিলিগুড়ি

স্থানীয়দের বদলে বাইরে থেকে শ্রমিক আনিয়ে কাজ চালানো হচ্ছে। ফলে স্থানীয়রা কাজ পাচ্ছেন না। শিলিগুড়ির টি-পার্কে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখাচ্ছিল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বিক্ষোভ ঘিরে তুমুল অশান্তি শুরু হয়, অবাধে ভাঙচুর হয় ওই টি-পার্কের অফিসে। অভিযোগ, এই সময় বেশ কয়েক রাউন্ড গুলি চালান কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। এই অভিযোগে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী এবং র‍্যাফ। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। এই ঘটনায় কয়েকজন জখম হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। 

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ওই টি-পার্কে নিয়োগ নিয়ে ঝামেলা চলছিল। এক বেসরকারি সংস্থার মাধ্যমেই এখানে শ্রমিক নিয়োগ করা হয়েছিল। তৃণমূলের শ্রমিক সংগঠনের দাবি, এর ফলে স্থানীয় শ্রমিকরা কাজ পাচ্ছেন না। স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, আমরা আলোচনার মাধ্যমে বিষয়টা মীমাংসা করতে চেয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ আলোচনায় যেতে রাজি হয়নি। কিন্তু বিক্ষোভকারীরা কোম্পানির ভিতর ঢুকে লক্ষাধিক টাকার সম্পত্তি ভাঙচুর করেছে বলেই দাবি করে টি-পার্ক কর্তৃপক্ষ। কোম্পানির ডিরেক্টর সঞ্জয় মারওয়ার বলেন, ‘লাঠি নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় ওরা। কোম্পানির কোটি টাকার মেশিন ভাঙচুর করেছে। আলোচনার মাধ্যমে পথ বেরোতে পারত’। যদিও তিনি গুলি চালানোর কথা অস্বীকার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post