করোনার জেরে প্রায় একবছর পর খুলছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ৷ বুধবার থেকেই ভক্তরা প্রবেশ করতে পারবেন সেখানে। তবে মেনে চলতে হবে করোনা সতর্কতা সংক্রান্ত সমস্ত বিধি। প্রসঙ্গত, আনলক পর্বে গত বছরই সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই তারকেশ্বর মন্দির খুলে দেওয়া হলেও গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল৷
তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নয়া নির্দেশিকায় এবার ভক্তরা গর্ভগৃহে ঢুকে পুজো দিতে পারবেন৷ নির্দিষ্ট সময় অর্থাৎ সকাল ৮টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে গর্ভগৃহ৷ ৬ জনের বেশি গর্ভগৃহে ঢোকা যাবে না৷ গর্ভগৃহে ঢুকতে হলে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক৷
Thank You for your important feedback