দিলীপ ঘোষের সঙ্গেই মর্নিং ওয়াক, জল্পনা বাড়ালেন দেবাশিস জানা

নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন শাসক ও বিরোধী দলের নেতৃত্ব। এরমধ্যেই জোরকদমে চলছে দলবদলের পালা। এই স্রোতের বেশিরভাগটাই শাসকদল থেকে বিজেপির দিকে। এবার বিধাননগর পুর নিগমের মেয়র পারিষদের নামে নতুন করে জল্পনা তৈরি হল। রবিবারই ওই বিদায়ী মেয়র পারিষদ দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। যদিও দিলীপ ঘোষ এটাকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন। রবিবার ভোরে নিয়ম মাফিক ইকো পার্কে মর্নিং ওয়াকে যান দিলীপ ঘোষ। সেখানেই ছিলেন বিধাননগর পুর নিগমের বিদায়ী কাউন্সিলর তথা মেয়র পারিষদ দেবাশিস জানা। যিনি বিধাননগরের পুর্বতন মেয়র তথা নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্তের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। সব্যসাচী দত্ত এখন তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে।

সূত্রের খবর, দেবাশিস জানা এদিন দিলীপ ঘোষের কাছে নিজের এবং তৃণমূলের এক বিধায়কের হয়েও দৌত করেছেন। যদিও দিলীপ ঘোষের সঙ্গে এই সাক্ষাৎকার নিয়ে দেবাশিসবাবু নিজে মুখ খোলেননি। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দলবদলের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে জানান, ‘আমি রোজ মর্নিংওয়াকে আসি। অনেকেই আসেন। অনেকের সঙ্গেই দেখা হয়। ওনার (দেবাশিস জানা) সঙ্গে এই প্রথম বার দেখা হল। সৌজন্য বিনিময় হল, এর বেশি কিছু নয়’। উল্লেখ্য, দেবাশিসবাবু যে বিজেপিতে যাচ্ছেন এই নিয়ে জল্পনা দীর্ঘদিনের। প্রথমে খবর পাওয়া যাচ্ছিল শুভেন্দু অধিকারীর সঙ্গেই তিনি বিজেপিতে যোগ দেবেন। এমনকি সেদিনের মঞ্চে দেবাশিস জানার নামও ঘোষণা করা হয়েছিল যোগদানকারী হিসেবে। কিন্তু সেদিন অনুষ্ঠান মঞ্চে জাননি বিধাননগর পুর নিগমের বিদায়ী কাউন্সিলর। এবার ফের নতুন করে জল্পনা বাড়ল দিলীপ ঘোষের সঙ্গে মর্নিং ওয়াক এবং আলাপচারিতা করার পর।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post