আজও লড়াকু কর্মীদের ভাবনাটা নেতাদের বুঝতে হবেঃ কৌশিক সেন

ব্রিগেডে আজ জনসমুদ্র। কিন্তু তার প্রতিফলন কতটা সামাজিক জীবনে পড়বে? মস্ত প্রশ্ন। চলচিত্র, নাট্য অভিনেতা তথা পরিচালক কৌশিক সেন আদন্ত্য বামপন্থী। কিন্তু অনেকদিনই আলিমুদ্দিনের সঙ্গে সখ্যতা ছেড়ে দিয়েছেন। যদিও বামপন্থা থেকে সরে আসেননি টলিউডের এই জনপ্রিয় অভিনেতা-পরিচালক। রবিবার CN ওয়েব পোর্টাল-কে দেওয়া সাক্ষৎকারে তিনি বললেন, ব্রিগেডে ভিড় হচ্ছে সেটা খুবই তাৎপর্য্যপূর্ণ। কিন্তু আজও যারা দলকে ভালোবেসে দলে রয়ে গিয়েছেন, তাঁদের ভাবনাটাও বুঝতে হবে নেতৃত্বকে। তিনি আরও বলেন, আজ যারা ব্রিগেডমুখী তাঁরা মূলত বামপন্থী। নেতারা ভাবতেই পারেন, জোট করার ফলে এই ভিড় হয়েছে। অপরদিকে আব্বাস সিদ্দিকীর সমালোচনা করে তিনি বলেন, এ আবার কি হচ্ছে, আজ একরকম, কাল অন্য! দর কষাকষি করছে আসনের জন্য? 


এবারের ব্রিগেডে তারুণ্যের উপস্থিতি দেখে কৌশিক বললেন, এটি খুবই শুভ লক্ষণ। তরুণরাই তো এগিয়ে আসবে ফ্যাসিস্ট শক্তির সাথে লড়তে। কেরলের উদাহরণ দিয়ে তিনি বলেন, ওদের কাজ দেখে বুঝে নিতে হবে। এই ভিড় ভোটে কতটা প্রতিফলিত হবে, প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘খুব কিছু হবে বলে মনে হয় না’। তবে যুব মহলের উপস্থিতিকে ভবিষ্যতের আন্দোলনের সূচনা বলে মনে করেন কৌশিক সেন।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post